সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাংনীতে তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার তিনজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার তিনজন গ্রেপ্তার 

মেহেরপুরের গাংনীতে প্রেমের টানে পালিয়ে যাওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন তাদের বাড়ি বিভিন্ন জেলায় তারা ঢাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, গত রোববার গাংনীর দেবীপুর গ্রামের বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তিন ছাত্রী। মাদ্রাসায় না গিয়ে তারা উধাও হয়। 

পরে উধাও হওয়া তিন ছাত্রীর পরিবার গত সোমবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিন ছাত্রীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়ার তিন ছাত্রীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন সপ্তম শ্রেণির। 

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন মাদ্রাসাছাত্রী উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেম সংক্রান্ত ঘটনার কারণে মাদ্রাসাছাত্রীরা ঢাকায় পালিয়ে গিয়েছিলো। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। 

টিএইচ